এফওএসএস বাংলাদেশ | FOSS Bangladesh

''সফটওয়্যার মুক্তি দিবস - ২০২৩, বাংলাদেশ” আয়োজন

সফটওয়্যার মুক্তি দিবস
সফটওয়্যার মুক্তি দিবস - ২০২৩

১৯৮৩ইং সালে সেপ্টেম্বর মাসের কোন একদিনে রিচার্ড স্টলম্যান নামের সফটওয়্যারের যাদুকর এক বদ্ধ উন্মাদ নিজের মোটা মাইনের চাকুরীটা ছেড়ে দিয়ে শুরু করেছিলেন মানবতার জন্য সফটওয়্যার কে উন্মুক্ত করার কাজ – “প্রজেক্ট গ্নু (GNU)”। সেই ব্যক্তিগত পাগলামো মার্কা উদ্যোগটাই আজ পৌঁছে গেছে সামগ্রিক ”সফটওয়্যার মুক্তি”র আন্দোলনে। প্রতিষ্ঠা পেয়েছে ”মুক্ত সফটওয়্যার ফাউন্ডেশন” (Free Software Foundation বা FSF) এবং “ডিজিটাল ফ্রীডম ফাউন্ডেশন” (Digital Freedom Foundation বা ডিএফএফ)। বিশ্বের বড় সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান যোগ দিয়েছে এই সংগঠনের সহযোগী হিসেবে। উদাহরন স্বরূপ বলা যায় – ক্যানোনিক্যাল, গুগল, লিনাক্স ফাউন্ডেশনের নাম। ২০০৪ইং সাল থেকে সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবারে, এই আন্দোলনের শুরুর দিনটিকে বৈশ্বিকভাবে উদযাপন করা হচ্ছে।

বাংলাদেশে এই আন্দোলনের কিছু ঐতিহাসিক গুরুত্ব আর প্রযুক্তিখাতে এই আন্দোলনের অবদান সবার সামনে তুলে ধরার লক্ষ্যে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ বা এফওএসএস বাংলাদেশ (FOSS Bangladesh) আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৩ইং শনিবার, টাঙ্গাইলে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি অ্যালামনাই এসোসিয়েশনের সাথে যৌথ উদ্যোগে ”সফটওয়্যার মুক্তি দিবস – ২০২৩, বাংলাদেশ” আয়োজনটি ১৪:৩০টা থেকে ১৬:৩০ অবদি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগে উদযাপনের পরিকল্পনা সাজিয়েছে।

আয়োজনে থাকছে বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার আর জিএনইউ প্রকল্প নিয়ে তথ্যচিত্রের প্রদর্শনী, সরাসরি আলোচনা এবং মত বিনিময়। এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় জিএনইউ/লিনাক্স ডিস্ট্রোগুলোর আইএসও পেনড্রাইভে সংগ্রহের ব্যবস্থা থাকবে। আরো থাকছে ”জিএনইউ/লিনাক্স ডিস্ট্রো ইন্সটলেশন ও ব্যবহারিক সহায়তা সেবা”, যেখানে স্বেচ্ছাসেবকগণ আয়োজনে অংশগ্রহনকারীদের পূর্বপছন্দ অনুসারে তাঁদের ল্যাপটপ কিংবা নেটবুকে লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল পরবর্তী প্রয়োজনীয় সেটিংসগুলো করে দেবেন। এ আয়োজনসমূহ সবার জন্য উন্মুক্ত। আয়োজনে জিএনইউ/লিনাক্স বিষয়ক ব্যবহারিক সাপোর্ট/সহায়তা সেবাটুকু নিশ্চিত করতে আগাম তথ্য দিন – https://t.me/fossbd/2160 লিংকে।

আয়োজনের বিস্তারিত ও বিশ্ব মানচিত্রে আমাদের আয়োজনের অবস্থান দেখে/খুঁজে নিতে পারেন এইখানে– https://wiki.softwarefreedomday.org/2023/Bangladesh/Tangail/FOSS_Bangladesh